বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে থানা পুলিশ সাইফুর রহমান (২৫) ও বরকত উল্লাহ (৩২) নামের দুই শিবির নেতা কে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তাঁদেরকে সিলেট শহরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন ও বিশ্বনাথে লামাকাজী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২২ জানুয়ারী ‘সিলেট-সুনামগঞ্জ সড়কে’ উপজেলার সাহাপুর সেতুর উপর পেট্টোল বোমা নিক্ষেপ করে চালক ও হেলপারকে দ্বগ্ধ করাসহ ট্রাক (সিলেট-ট ০২-০০৯২) পুড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৩২৬, ৩০৭ ধারা মোতাবেক বিশ্বনাথ থানায় মামলা (নং ১৯, তাঃ ২৪/০১/২০১৫ইং) রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন।