হবিগঞ্জে বর্জ্যের আগুনে ঝলসে গেল শিশুসহ ১০ জন

habigonjসুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জে আগুনে শিশুসহ ১০ জনের শরীর ঝলসে গেছে। মুমূর্ষু অবস্থায় চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মহাসড়কের অলিপুরে একটি কোম্পানির বর্জ্য আগুনে পুড়িয়ে নষ্ট করার সময় স্থানীয় কয়েক শিশু ও নারী বর্জ্য থেকে কৌটা কুড়াতে গেলে আগুনের স্তুপ তাদের ওপর পড়ে। এতে শিশুসহ ১০ জন দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামের তাহির মিয়ার মেয়ে জেসি আক্তার (৩), একই গ্রামের শারমিন (১০), রিয়া (১২) ও পলি আক্তার (১০)।
জেলা সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানির বর্জ্য পোড়ানোর সময় স্থানীয় পথশিশু ও নারীরা সেখান থেকে বিভিন্ন ধরনের পণ্য আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।