যুক্তির আলোকে খুজি মানুষের মুক্তি শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিতর্ক প্রতিযোগিতা

Moulvibazar devate Prize Givingpic -1মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ যুক্তির আলোকে খুজি মানুষের মুক্তি এ শ্লোগান নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসুচি জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গত ২৬ জানুয়ারী। শিক্ষকদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতায় কমগঞ্জের পতন উষার উচ্চ বিদ্যালয় শিক্ষক দল চ্যাম্পিয়ন, কুলাউড়ার সায়রা-মাহতাব উচ্চ বিদ্যালয় শিক্ষক দল রার্নারআপ, কমগঞ্জের পতন উষার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম খান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন- ব্র্যাক শিক্ষা কর্মসুচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মিজানুল আলম, দপালী রাণী বর্মন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শির্ক্ষাথী দল অংশ গ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর এর দায়ীত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামাদ মিয়া।