প্রয়োজনে গুলি করবে বিজিবি

General Aziz Ahmedসুরমা টাইমস ডেস্কঃ মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে গুলি করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, পেট্রোল হাতে যখন কাউকে পাওয়া যাবে প্রয়োজনে তাকে গুলি করবে বিজিবি। কারণ একজন মানুষকে গুলি করলে যদি পাঁচজনের জীবন বাঁচে তাহলে সেটা করাই যুক্তিযুক্ত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজিবি হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সিভিল প্রশাসন যতোদিন চাইবে বিজিবি ততোদিন দায়িত্ব পালন করে যাবে। কোথাও যদি বিজিবি হামলা কিংবা নাশকতার শিকার হয় তাহলে আত্মরক্ষার্থে বিজিবি অস্ত্র ব্যবহার করবে। এছাড়া আর অন্য কোনো পথ নেই।
তিনি আরো বলেন, যদিও এ দায়িত্ব পালন করা আমাদের পক্ষে কষ্টকর। লোকজন ছুটি পাবেনা। তারপরও দেশ ও জনগণের স্বার্থে আমরা এ দায়িত্ব পালন করবো।