কবি মুহাম্মদ আব্দুল হান্নানের মৃত্যুতে জুনেদ এন্টারপ্রাইজের শোক প্রকাশ

poet abdul hannanসাবেক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও কবি মুহাম্মদ আব্দুল হান্নান আর আমাদের মাজে নেই। (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি গতকাল বিকেলে ৪টা ১২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

কবি আব্দুল হান্নানের মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোঃ জুনেদ আহমদ, সুলতান আহমদ, মহি-উল ইসলাম খান রেজা, সৈয়দ আহমদ, জুয়েল আহমদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কবি আব্দুল হান্নানের মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠার নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃত্তিতে জুনেদ এন্টারপ্রাইজের প্রোঃ জুনেদ আহমদ বলেন, কবি মুহাম্মদ আব্দুল হান্নান প্রতিদিন একবার হলেও আমার দোকানে এসে কবিতা লিখতেন ইন্টারন্যাটে প্রেরণ করতেন। আমি চাচা বলে ডাকতাম। আমার দোকানের সকলের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমাদেরকে খুবই আদর করতেন, ভালো উপদেশ দিতেন। আমাদের সাথে উনার অনেক ছবিও তোলা আছে। আমরা কি আর ছবি তোলতে পারবো? আমি আবারও আত্মার মাগফেরা কামনা করি। বিজ্ঞপ্তি