খালেদার কার্যালয়ে ফের তালা

Khaledaসুরমা টাইমস ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে আবার তালা লাগিয়ে দেয়া হয়েছে। তবে কখন তালাটি লাগানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। রাত সোয়া ১০টার দিকে ওই কার্যালয় থেকে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট খালিদ হোসেন জানান, তিনি হঠাৎ গেটে তালা দেখেন। কখন, কে গেটে তালা লাগিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ বিষয়ে পুলিশের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৫ জানুয়ারি দুপুরের দিকে গুলশান ৮৬ নম্বর সড়কের বেগম জিয়ার এই কার্যালয়ের ফটকে তালা মেরে দেয় পুলিশ। আজ সকালে সেই তালা খুলে নেয়া হয়। সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘এখানে আগেও কোনো তালা ছিল না। এখনো কোনো তালা নেই।’
কর্মসূচি চলছে, চলবে
রাত সোয়া ১০টার দিকে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার বেগম জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইজতেমায় আগত মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন চেয়ারপারসন।’
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় ১৫ মিনিটের মতো কথা হয়েছে বলেও জানান মাসুদ। এদিকে অনেকেই ধারণা করছিলেন ইজতেমাকে সামনে রেখে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শিথিল বা স্থগিত হতে পারে। তবে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমানের কথায় তেমন কোনো ইঙ্গিত পাওয়া গেল না। তিনি বলেছেন, ‘আমাদের কর্মসূচি চলছে, চলবে।’