অভিমান ভেঙ্গে রাজপথে নামলেন ছাত্রদলের নাচন-ফয়েজ

News-05-01-2015মুকিত তুহিনঃ একজন কমিটিতে সন্তুষ্ঠজনক পদ না পেয়ে আবার অন্যজন একে বারে না পেয়ে অভিমান করে ঘরে বসে থাকার পর সোমবার নেমে আসলেন রাজ পথে। সদ্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে সন্তুষ্ঠ জনক পদ না পেয়ে অভিমান করে ঘরে বসে রয়ে ছিলেন ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজ । অপরদিকে আরেক ছাত্র নেতা রেজাউল করিম নাচন একই ভাবে কমিটিতে পদ না পেয়ে নিরবে ঘরে বসে রয়েছিলেন। সোমবার গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে লন্ডনে যখন তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন তখন তার বক্তব্য শুনে ঘরে বসে থাকতে পারলেন না এই দুই ছাত্রনেতা। সারা দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীদের সাথে রাজপথে নেমে আসলেন তারা।সোমবার গণতন্ত্র দিবস উপলক্ষে জিন্দাবাজারে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করতে গিয়ে আটক হন আহমদ চৌধুরী ফয়েজ। অপরদিকে পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টিভি গেইট থেকে একটি কালো পতাকা মিছিল বের করেন রেজাউল করিম নাচন।
অথচ এর আগে তৃণমুল নেতাকর্মীরা তাদেরকে বার বার আন্দোলনে নামার জন্য অনুরোধ করলে তারা নেমে আসেননি। রেজাউল করিম নাচনকে তৃণমুল ছাত্রদল নেতাকর্মীরা নেমে আসার জন্য বললে,তিনি বলতেন আমি কেনও রাজপথে নামব। আমি দলের কে, আমার পরিচয় কি । আমাকে যদি পুলিশ ধরে তাহলে কি হবে। কিন্তু গতকাল টিভিতে তারেক রহমানের নির্দেশ পেয়ে এবং তৃণমুল ছাত্রদল নেতাকর্মীদের অনুরোধে এই দুই ছাত্র নেতা মাঠে নেমে আসেন । মাহবুবুর রহমান নামের এক ছাত্রদল কর্মী বলেন,সকল বেদা ভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হলে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামানোর সম্ভব ।