স্টেট ডিপার্টমেন্টের সমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

জামায়াত- শিবির নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে সমর্থন আদায়ে

ANA PIC-3নিউইয়র্ক থেকে এনা: রাজনৈতিক দল হিসাবে জামায়াত- শিবিরকে নিষিদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি দুপুরে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই বিক্ষোভ সমাবেশে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এনাকে জানান, বাংলাদেশে জামায়াত এবং শিবিরকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায়কে কার্যকর করার সমর্থন আদায়ে আমাদের এই সমাবেশ। এই সমাবেশে নিউইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলীন, ওজনপার্ক, জ্যামাইকা ও জ্যাকসন হাইটস থেকে ৭টি বাস, নিউজার্সি ও ফিলাডেলফিয়া থেকে বাস যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়াও ওয়াশিংটন, মিশিগান, ফোরিডা, শিকাগো, ভার্জিনিয়া, কানেকটিকাট, আটলান্টিক সিটি, বস্টন, মেরিল্যান্ডসহ অন্যান্য স্টেট থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান মাহমুদ, মাহবুবুর রহমান, আক্তার হোসেন, শাসমুদ্দিন আজাদ, লুৎফুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, মহিউদ্দিন দেওয়ান, ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাজী এনাম, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টুকু, সোলায়মান আলী, শাহ বখতিয়ার, জাফর উদ্দির রুমি, এম এ করিম জাহাঙ্গীর, সাহানারা রহমান, সেপু রহমান, কামাল আহমেদ, মোর্শেদা কাকন, যুব লীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রোনেল, ছাত্রলীগের সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, শিকাগো থেকে মুনির হোসেন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, আবুল হোসেন, তৈয়বুর রহমান টনি, নজরুল ইসলাম, গজনবী, আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বর্তমান শেখ হাসিনা সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বক্তারা। সেই সাথে তারা বিএনপি এবং জামাতে ইসলামির সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে। তারা বলেন, শেখ হাসিনা সরকারের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন ব্যাহত না করার জন্য তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশবিরোধী কর্মসূচি এবং তারেক রহমানের মিথ্যাচার বন্ধের আহবান জানান। সেই তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেন।