সেবার মানসিকতা নিয়েই চিকিৎসক পেশায় আসা উচিত

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Wemens Medical College Photo-5-1-15শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেছেন, সেবার মানসিকতা নিয়েই চিকিৎসক পেশায় আসা উচিত। সেবাই হচ্ছে মানবতার ধর্ম। ধর্ম-বর্ণ গোষ্ঠীর দিকে না তাকিয়ে রোগীর রোগকে প্রাধান্য দেয়াই হচ্ছে একজন আদর্শ চিকিৎসকের সর্বোত্তম কাজ। তিনি আরো বলেন ইতিহাস থেকে জানা যায় চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশী। আর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এই নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি সিলেট অঞ্চলে নারী চিকিৎসক তৈরীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে উল্লেখ করে বিগত দিনের মতো এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের গুণগত মান অক্ষুন্ন রাখার আহবান জানান। তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
তিনি গতকাল সোমবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১০ম ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৪-১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: রেজাউল করিমের সভাপতিত্বে ফার্মাকোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সুপ্রভা দাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিঃ এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল আলী, কলেজের পরিচালক বিগ্রেডিয়ার মো: তজাম্মেল হক, স্পন্সর ডাইরেক্টর নুরুল ইসলাম খান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম.এ. মতিন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর কো-অর্ডিনেটর অধ্যাপক ডা: মৃগেন কুমার দাশ চৌধুরী, উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ডা: মাসহুদুল আলম, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: নজরুল ইসলাম ভূইয়া। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো: হায়াতুল ইসলাম আখঞ্জি, বিভাগীয় প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, বায়োকেমিস্টি বিভাগের অধ্যাপক সখিনা খাতুন, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: ফজলুর রহমান কায়সার, নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তৌহিদা তাবাস্সুম তান্নি। অতিথি ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ২য় বর্ষের ছাত্রী নাজমিন, জুমন, মাশিয়াত, শুপ্রভা, নুসরাত, মাদিহা, তামান্না, জাহারা, জাফরিন, সুস্মিতা, বর্ষা, স্নিগ্ধা, ফওজিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি