পুলিশের অভিযানে জাতীয় পতাকার আদলে জুতা উদ্ধার

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের পতাকার লাল সবুজ রং-এর সংমিশ্রণে তৈরী জুতা বিক্রয়কালে নগরীর ফুটপাত ও জুতার দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অর্ধশতাধিক জুতা উদ্ধার করে পুলিশ। কতোয়ালী থানার ওসি জানিয়েছেন গতকাল সোমবারও অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ গত সোমবার কতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান বরাবর একটি অভিযোগ দেন। এতে উল্লেখ করা হয়, জুতা নিয়ে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্থরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের গর্হিত কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভবতোষ রায় বর্মণ । এরপর অভিযানে নামে পুলিশ। ওসি আসাদুজ্জামান জানান, বাংলাদেশের পতাকার লাল সবুজ রং এর সংমিশ্রণে তৈরী জুতা বিক্রয় ও প্রদর্শিত হচ্ছিল। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। এখন আর বাজারে এসব জুতা নেই বলে জানান ওসি।