বালাগঞ্জের ইলাশপুর বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের ইলাশপুর বাজার বনিক সমিতির নির্বাচন ২য় বারের মত সম্পন্ন হয়েছে। বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ৬টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন এর মধ্যে ৩টি পদে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। গত শনিবার সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩টার দিকে শেষ হয়। নির্বাচনে ৭৬ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৭৫জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রর্থীর মধ্যে মোশাহীদ আলী রিক্সা প্রতিকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অপর প্রার্থী সিকন্দর আলী আনারস প্রতিকে ২৩ ভোট এবং আবুল কালাম আজাদ চেয়ার প্রতিকে ২২ ভোট পান। সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে রায়হান আহমদ ফুটবল প্রতিকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই পদে অন্য প্রার্থী আব্দুল মজিদ চাকা প্রতিকে ২৪ এবং শানুর আহমদ বাইসাইকেল প্রতিকে ৯ ভোট পান। সাধারন সম্পাদক পদে ফকরুল ইসলাম বাল্ব প্রতিকে ৪৮ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্ধী প্রার্থী ফয়ছল আহমদ দায়াত কলম প্রতিকে পেয়েছেন ২৭ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন, সহ-সাধারন সম্পাদক পদে ইফতেখার রাকিব (ছাতা), অর্থ সম্পাদক পদে অমল দাস (টিয়াপাখী)। সদস্য পদে ৪টি বকে নির্বাচিত প্রার্থীরা হলেন, কান্ত লাল দাস, চিত্তরঞ্জন নম, সিরিশ চন্দ্র দাস ও মিছবাহ আহমদ। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার সরকার, সহকারী প্রিসাইডিং অফিসার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনির হোসেন। এদিকে ভোট গ্রহন ও গননা ও ফলাফল প্রকাশ অনুষ্টানে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বালাগঞ্জ সদর ইউপর চেয়ারম্যান এম এ মতিন, নির্বাচন কমিশনার এম এ মালেক, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মাখন মিয়া, ডা. জীতেন চক্রবর্তী, সমাজ সেবক সিরাজুজ্জামান খান মঙ্গল, জুনাব আলী, একে টুটুল, সাংবাদিক মাছুম চৌধুরী, আব্দুস শহিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, আজিজুর রহমান লকুছ, তুরন মিয়া মেম্বার, শান্ত লাল দাস, এড. গোলাম মস্তফা বাচ্চু, নির্বাচন কমিশনের সদস্য কেতকী রঞ্জন চকবর্তী, নিত্যানন্দ দাস নিতাই।