লতিফ সিদ্দিকী অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর

latif siddikiসুরমা টাইমস ডেস্কঃ মন্ত্রীসভা থেকে অপসারিত মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডেকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুকে ব্যথা দেখা দেয়ায় শনিবার বিকেল ৪টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক আব্দুল মজিদ ভূইয়া। তিনি জানান, লতিফ সিদ্দিকীর পরীক্ষা-নীরিক্ষা চলছে। রিপোর্ট এলেই জানা যাবে তার সমস্যা কী। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৫শে নভেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন লতিফ সিদ্দিকী। কারাগারের একাধিক কর্মকর্তা জানান, বেলা ৩টায় কারাগারে তিনি (লতিফ সিদ্দিকী) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বিএসএমএমইউ হাসপাতালের ডি ব্লকের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর তাকে হাসপাতালের কেবিন ব্লকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কেবিন ব্লকের পঞ্চম তলার ৫১২ নম্বর কেবিনে কড়া নিরাপত্তায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার  আবদুল মজিদ ভূঁইয়া জানান, শনিবার ৩টার দিকে লতিফ সিদ্দিকী কারাগারে বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে  বিএসএমএমইউ হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রসঙ্গত, গত ২৮শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাঙ্গাইল জেলা সমিতি আয়োজিত এক  অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিক। আন্দোলনের মুখে পরে তাকে আওয়ামী লীগের  সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য পদ ও মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়। বিদেশে থাকাবস্থায়ই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ১৮ জেলায় ২৪টি মামলা হয়। সারা দেশে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ২৪শে নভেম্বর রাতে দেশে ফেরেন। এরপর চলে যান অজ্ঞাতবাসে। পরদিন ২৫শে নভেম্বর ধানমন্ডি থানায় তিনি আত্মসমর্পণ করেন। সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আইনজীবী আবেদ রাজার করা একটি মামলায় আজ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।