সিলেটে সাংবাদিকের দুই লাখ টাকা হাতিয়ে প্রতারক লাপাত্তা

Lion Mahbubul Alomসুরমা টাইমস ডেস্কঃ বিদেশ পাঠানোর নামে সিলেটে এক সাংবাদিকের দুইলাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এ ঘটনায় গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলা (নং-১২৮৮/১৪)হয়েছে। আদালত আইনগত ব্যবস্থা নিতে সিলেট কোতায়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামী প্রতারক লায়ন মাহবুবুল আলম ওরফে আল হাসান ওরফে মি. রহমান এর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার বিনদপুর গ্রামে। প্রতারনার শিকার সাংবাদিক মঞ্জুর হোসেন খান দৈনিক আজকের সংবাদ’র সিলেট ব্যুরো প্রধান এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য। জানা গেছে, প্রতারক লায়ন মাহবুবুল আলমের সাথে সিলেটের গোলাপগঞ্জের জনৈক নাজনীন আহমেদ এর মাধ্যমে মঞ্জুর হোসেন খানের পরিচয় হয়। মাহবুবুল নাজনীনকে তার আত্মীয় পরিচয় দেয়। লায়ন মাহবুবুল মঞ্জুরকে যুক্তরাষ্ট্র পাঠানোর কথা বলে তার সাথে ৮লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী আগে ২লাখ এবং বাকি ৬ লাখ যুক্তরাষ্ট্রে পৌছানোর পর দেয়ার কথা হয়। টাকা দিলেই পরবর্তী ২২দিনের মধ্যেই ভিসা করে পাঠিয়ে দেবে বলে জানায় সে। মঞ্জুর হোসেন খান বিভিন্ন মাধ্যমে এ বছরের ২২ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর মধ্যে মাহবুবুলকে ২লাখ টাকা প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠাতে না পারায় মাহবুবুলকে খোঁজতে থাকেন সাংবাদিক মঞ্জুর। তার দেয়া ঢাকার শান্তিনগরের ঠিকানায় গিয়েও হাদীস মিলেনি মাহবুবুলের। পরে মোবাইল ফোনে তার সাথে টাকা ফেরত দেয়ার জন্য বারবার কথা হলে সে একেকবার একক কথা বলে ও মঞ্জুরকে নানা হুমকি ধমকি দিতে থাকে। পরে মঞ্জুর হোসেন খান নিশ্চিত হন যে, মাহবুবুল প্রতারনা করে টাকা আত্মসাত করে লাপাত্তা হয়ে গেছে।