ঢাকা পাইওনিয়ার লীগে অংশ গ্রহনে লন্ডন টাইগার সিলেট’র খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা সম্পন্ন

উদ্বোধন করলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান

pic Nabigonj 04-12-2014উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া ফুটবল মাঠে গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে অংশ গ্রহনকারী দল লন্ডন টাইগার সিলেট’র অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। গুমগুমিয়া গ্রামের লন্ডন প্রবাসী মোঃ জিলু মিয়ার পৃষ্টপোষকতায় ও প্রজেক্ট ম্যানেজার মোঃ সিরাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় ওর্য়াড মেম্বার দেলোয়ার হোসেনের সহযোগিতায় উক্ত বাছাই প্রতিযোগিতায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাংবাদিক এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সুমন, প্রশিক্ষক শাকিল আহমদ, লকোছ মিয়া, আব্দাল মিয়া, ময়না মিয়া, মতিউর রহমান, মামুন মিয়া, জুয়েল মিয়া, সোহেল আহমদ, লিটন মিয়া, নজরুল ইসলাম, সুলতান মিয়া, শামীম আহমদ, আমজদ মিয়া প্রমূখ। বাছাই প্রতিযোগিতার খেলাটি পরিচালনা করেন কৃতি ফুটবলার ফুরুখ মিয়া। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন সিলেটের আলী হোসেন রানা। উক্ত প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০ জন অনুর্ধ্ব ১৬ বয়সের খেলোয়াড়বৃন্দ গুমগুমিয়ার মাঠে উপস্থিত হন। ৬ টি টিমে ভাগ করে ৩০ মিনিট করে খেলার প্রতিযোগিতা শেষে অংশ গ্রহনকারীদের মধ্য থেকে ১৪ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তারা হলেন, রামিম, মোস্তাক. জাবেদ, আকাশ, রিয়ন, মুরাদ, হৃদয়, সজল, দিলাওয়ার, রিয়াদ, নাসিম, শামীম, আবুল হাসান ও জাহিদ। বাছাইকৃতদের সিলেট ষ্টেডিয়ামে প্রশিক্ষন শেষে ঢাকায় অনুষ্টিতব্য ঢাকা পাইও নিয়ার ফুটবল লীগে অংশ গ্রহন করা হবে। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, যেখানে ঘুম থেকে উঠেই দেখা যায়, বিভিন্ন স্থানে কোমলমতি ছেলেরা মাদক আসক্তসহ বিপদগামী পথে ধাবিত হচ্ছে। সেই সময়ে গুমগুমিয়া গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী জিলু মিয়া’র পৃষ্টপোষকতায় লন্ডন টাইগার সিলেটের নামে ঢাকা পাইও নিয়ার ফুটবল লীগে অংশ গ্রহনের জন্য নবীগঞ্জ থেকে অনুর্ধ্ব ১৬ বছরের কিশোরদের অংশ গ্রহনের নিমিত্তে বাছাই’র উদ্যোগ প্রশংসার দাবী রাখে। উক্ত প্রতিযোগিতায় বাছাই পর্বের খেলায় অংশ গ্রহন প্রতিযোগিতায় খেলার মাঠে উৎসব মুখোর পরিবেশ লক্ষ্য করা গেছে।