সেনপাড়ায় গণপিঠুনিতে প্রাণ গেল এক ডাকাতের, হাসপাতালে তিনজন

Dakatসুরমা টাইমস ডেস্কঃ নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিঠুনিতে এক ডাকাত প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোররাতে সেনপাড়াস্থ পুষ্পায়ন ৮৭/১ নম্বর মহসিন চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে। ডাকাত হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।
নিহত ডাকাত ইকবাল (৩০) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার যুগিরগাঁও গ্রামের শমসের আলীর ছেলে। আহতরা হলেন- দোয়ারাবাজারের বল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মানিক মিয়া (৩০), ছাতকের বড়কাপন গ্রামের আম্বর আলীর ছেলে আকতার হোসেন তারেক (৩২) ও চাঁদপুর জেলার সায়াতি উপজেলার কুসুমপুরের আবদুর রবের ছেলে সুমন মিয়া (২৭)। সুমন মিয়া বর্তমানে সিলেটের বিশ্বনাথের লামাকাজি মোল্লারগাঁওয়ে বসবাস করে আসছে।
Dakat-Senpara2ওসি সাখাওয়াত হোসেন জানান- শুক্রবার ভোর রাতে সেনপাড়ার মহসিন চৌধুরীর বাসার সিসি ক্যামেরা ও লাইট কাপড় দিয়ে ঢেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাতরা। এসময় বাসার লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে আশপাশ বাসার লোকজনদের জানান।
একপর্যায়ে এলাকার লোকজন ডাকাতদের ঘিরে ধরেন। তারা ডাকাত দলের চার সদস্যকে ধরে গণপিঠুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। গণপিঠুনিতে গুরুতর আহত হওয়ায় ডাকাতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান- গণপিঠুনির শিকার ইকবাল ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
ওসি সাখাওয়াত জানান- গত কয়েকদিন আগেও সেনপাড়ায় দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই ডাকাতদের উপর লোকজন বিক্ষুব্ধ ছিলেন। ফলে ডাকাতদের পেয়ে তারা গণপিঠুনি দিয়েছেন।