হরতাল চলাকালে নগরীর আদালত প্রাঙ্গন সহ পৃথক স্থানে জামায়াতের পিকেটিং মিছিল

সর্বাত্মক হরতালন করে দেশবাসী আমীরে জামায়াতেরবিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায় প্রত্যাখ্যান করেছে
————সিলেট মহানগর জামায়াত

Sylhet City Jamat Phpto-30-10-14নজিরবিহীন ও সর্বাত্মক হরতাল পালন করে দেশবাসী আমীরে জামায়াত ও সাবেক সফল শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায় প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, এ অন্যায় ও অবিচার মুলক ফাসির রায়ের প্রতিবাদে ও রায় প্রত্যাহারের দাবীতে দেশবাসী আগামী রবি ও সোমবারও টানা হরতাল পালন করবে। সরকার যদি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে তাহলে তারা এ রায় বাতিল করে আমীরে জামায়াতকে অবিলম্বে মুক্তি দিতে বাধ্য হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতার দুর্বার আন্দোলনেই জামায়াত নেতৃবৃন্দকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
Jamat Photo-03 Jamat Photo-02গতকাল বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র আহুত ৭২ ঘন্টার হরতালের প্রথম দিনে হরতাল চলাকালে সকাল থেকেই সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে পিকেটিং শেষে আদালত প্রাঙ্গন সহ পৃথক পৃথক স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। আদালত প্রাঙ্গন ছাড়াও নগরীর সুবিদ বাজার, কুমারপাড়া, দরগা গেইট, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকায় অনুষ্ঠিত পৃথক মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, সিনিয়র আইনজীবি এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট আব্দুর রব, এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মুনিম, মু.্ আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, চৌধুরী Jamat Photo-04আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলওয়ার ও ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি মু. আব্দুর রাজ্জাক প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিথ্যা তত্ত্ব ও ভুয়া স্বাক্ষীর উপর ভিত্তি করে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাসির রায় দিয়েছে। এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছনতা নিয়ে ইউরোপিয় ইউনিয়ন ও আ্যমিনেষ্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের বিভিন্ন মানধাধিকার ও আইনী সংগঠন বারবার প্রশ্ন তুলে আসছে। এই রায় বাতিলের জন্যও ঐসমস্ত সংগঠন সরকারের প্রতি দাবী জানিয়েছে। কোন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছাড়া শুধুমাত্র সরকারের নিজ দলের সুবিধাভোগি কিছু স্বাক্ষীর শোনা সাক্ষ্যের উপর ভিত্তি করে এই রায় বিচারের নামে সম্পুর্ন অবিচার। জাতি এই অবিচারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। রায় বাতিল করে আমীরে জামায়াত সহ নিরীহ জামায়াত নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি না দিলে সরকারকে কঠোর মুল্য দিতে হবে। বিজ্ঞপ্তি

সর্বাত্মক হরতাল সফল করায় সিলেটবাসীকে মহানগর জামায়াতের অভিনন্দন

আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি অন্যায় ও অবিচারমুলক ফাসির রায়ের প্রতিবাদে ও এই রায় বাতিলের দাবীতে জামায়াত কেন্দ্র আহুত ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন বৃহস্পতিবার সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে- অন্যায় ও অবিচারের প্রতিবাদ জানাতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বৃহস্পতিবারের ন্যায় রবি ও সোমবারও শান্তিপুর্ণ হরতাল পালন করার জন্য পরিহন মালিক, শ্রমিক ও ব্যবাসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি