দিরাইয়ে মৎস্যজীবিদের পক্ষে আওয়ামীলীগ সভাপতির সংবাদ সম্মেলন

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলের পায়তারার প্রতিবাদে জেলেদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন ও আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম চৌধুরীর নেতৃত্বে উত্তর জারলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তারা জানান, চিকন দাইর-পিয়াইন নদী জলমহাল উন্নয়ন স্কীমের আওতায় ৫ বছরের জন্য তারা বন্দোবস্থ পান। যথাযথভাবে সরকারের রাজস্ব পরিশোধ, চুক্তিনামা সম্পাদনের পর তাদেরকে দখল দেয়া হলেও তাদেরকে জলমহালে মৎস্য সংরক্ষন ও মাছের অভয়াশ্রম তৈরীর কাজ করতে গেলে স্থানীয় কিছু লোকজন এলাকার এমপি সুরঞ্জিত সেনগুপ্তের দোহাই দিয়ে বাঁধা প্রদান করেন। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্থ হব তেমনি মাছের উৎপাদন বাড়ানোসহ সরকারের জলমহাল উন্নয়ন পরিকল্পনাও ব্যাহত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জারলিয়া মৎস্য সমবায় সমিতির সভাপতি গুরু প্রসাদ দাস, সাধারণ সম্পাদক প্রজেশ লাল দাস, সমিতির সদস্য মোহন লাল দাস, রমা কান্ত দাস, হরি সুন্দর দাস, বিকাশ লাল দাস, প্রভাত চন্দ্র দাস, নরেশ দেবনাথ, পিযুষ চন্দ্র দাস, লিটন চন্দু দাস, সমীরন চন্দ্র দাস প্রমুখ।