আ.লীগের অফিসে সৈনিক লীগের আহবায়ক খুন

bogramurder_412সুরমা টাইমস ডেস্কঃ বগুড়ায় আওয়ামী লীগ অফিসে আজ সন্ধ্যায় আওয়ামী সৈনিক লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত এক জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম শিমুল হক রেহান(৩৫)। তিনি আওয়ামী সৈনিক লীগের আহবায়ক।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ অফিসে আজ বিকাল থেকে সৈনিক লীগের আহবায়ক কমিটি নিয়ে বৈঠক চলছিল।বৈঠকের এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে একটি পক্ষ শিমুল হক রেহানের ওপর হামলে পড়ে এবং তাকে এলোপাথারি কোপাতে থাকে।এক পর্যায়ে শিমুল মাটিতে লুটিয়ে পড়ে। জানা গেছে, শিমুল ঘটনাস্থলেই নিহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার পর পরই আওয়ামী লীগ অফিস ফাঁকা হয়ে গেছে।এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।শিমুল হক রেহানের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, রেহান বগুড়া শহরের চকলোকমান এলাকার আবদুস সাত্তারের ছেলে।
Shimul Hoque Rehanঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মঞ্জুরুল ইসলাম জানান, বগুড়া শহরের সাতমাথা টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় অবস্থিত। এ কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সব সংগঠনের নেতা-কর্মীরা বসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সৈনিক লীগের নতুন কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর থেকেই কার্যালয়ে বসা নিয়ে সৈনিক লীগের দুটি পক্ষের বিরোধ চলছিল। আজ সন্ধ্যা ছয়টার দিকে শিমুলের বিরোধী পক্ষ সবুজ সওদাগরের পক্ষের কর্মীরা কার্যালয়ের ফটকের বাইরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক রেহানকে মৃত ঘোষণা করেন।