ছাত্রদলের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৪

জিন্দাবাজারে ছাত্রদলের সংঘর্ষের সময় বিদ্রোহীরা জ্বালিয়ে দেয় মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আবু সালেহ লোকমানের মোটরসাইকেল। এ সময় তার পক্ষে প্রতিরোধ করার চেষ্টা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাক্সুক আহমেদ। উপরের ছবিতে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক লোকমান আহমেদের গলা টিপে ধরছেন পদবঞ্চিত বিদ্রোহী নেতা রেজাউল করিম নাচন।
জিন্দাবাজারে ছাত্রদলের সংঘর্ষের সময় বিদ্রোহীরা জ্বালিয়ে দেয় মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আবু সালেহ লোকমানের মোটরসাইকেল। এ সময় তার পক্ষে প্রতিরোধ করার চেষ্টা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাক্সুক আহমেদ। উপরের ছবিতে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক লোকমান আহমেদের গলা টিপে ধরছেন পদবঞ্চিত বিদ্রোহী নেতা রেজাউল করিম নাচন।

সুরমা টাইমস ডেস্কঃ শুক্রবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশি অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশি অ্যাসল্ট মামলায় সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করীম জেহীন, জেলা ছাত্রদলের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল নেতা শাকিল মুর্শেদ, রেজাউল করিম নাচন, উমেদুর রহমার উমেদসহ ৩০ জনের নামোল্লেখ করে এবং আরো ৩০-৪০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শনিবার দুপুরে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই হালিমা আক্তার জানান- নওরোজ, বাচ্চু, এবাদুর রহমান ও রাজীবকে ওই মামলায় রাত ৩টায় আটক করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যেই ৪ জনকে আটক করা হয়েছে।