শিক্ষামন্ত্রী বরাবরে ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির স্বারকলিপি প্রদান

16092014586 copyশিক্ষা-কাজের লড়াই এবং সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সাহসী সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সিলট জেলা কমিটির উদ্যোগে ১৭ সেপ্টেম্বর সামনে রেখে মহান শিক্ষা দিবস হিসেবে রাষ্ট্রিয় স্বীকৃতীর দাবী জানানো হয় । সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয়ের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এবং উক্ত আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে ১৭ই সেপ্টেম্বর-কে ‘মহান শিক্ষা দিবস’ হিসেবে রাষ্ট্রিয় স্বীকৃতি প্রদানের দাবী জানানো হয়, শিক্ষা খাতের জাতীয় আয়ের ২৫% বরাদ্দ করা, শিক্ষা আইন প্রণয়ন করা, এর মধ্য উল্ল্যেখিত ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীর সৃজনশীল প্রদ্ধতি বাতিল করা, এবং সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানের সমূহের বেদখলকৃত জমি উদ্ধারের আহবান সহ মোট ১৫ দফা দাবী জানানো হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির আহবায়ক স্বপন দাস, যুগ্ম- আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য মোঃ হিমেল আলম চৌধুরী, শিপা উরাং, লিপন সাহা (লিপন), মনিরুল ইসলাম মনির, অরুন মাল, সীমা রানী দাস, আরতি উরাং, আবুল আজিজ রকি এবং সুশান্ত কুমার সরকার প্রমূখ। বিজ্ঞপ্তি