শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছের পোনা অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ গতকাল শ্রীমঙ্গলের হাইল হাওরের উন্মুক্ত জলাশয়ে মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। হাইল হাওরের বাষট্টি বিলে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ প্রজাতির ১শত ৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। ১০ হতে ১৫ সেন্টিমিটার দৈর্ঘের মাছের পোনা এ বছর প্রথমবারের মত আবমুক্ত করা হলো এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা মৎস্য কর্মকর্তা। তবে অবমুক্তির পর পরই মাছের পোনা শিকারের আশংকা করছেন মৎস কর্মকর্তা। তিনি জানান পোনা ছাড়ার পর এসব পোনা হাওরে ছড়িয়ে পড়ার আগেই এক শ্রেনীর মৎস্য শিকারীর জালে পড়ে যায়। অবশ্য তিনি জানান কিছুদিন পর্যন্ত হাইল হাওরে মৎস্য বিভাগের পর্যবেক্ষন অব্যাহত থাকবে। পোনা অবমুক্তির সময় উপজেলা ভাইস চেয়ারম্যান, মৎস বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।