সিলেট সদর উপজেলা স্কুল মাদ্রাসার ৪৩ তম গ্রীস্মকালী ক্রীড়া প্রতিযোগিতা

DSC_0320 copyসিলেট সদর উপজেলা ক্রীড়া সমিতি আয়োজিত বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসার ৪৩ তম গ্রীস্মকালী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫আগস্ট বিকেলে বালুচরস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন, জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, খেলাধূলা মন ও দেহের খোরাক। খেলাধূলার মাধ্যমে একে অন্যের প্রতি ভ্রাতিত্ববোধ সৃষ্টি করে। খেলাধূলা এমন একটি কাজ যার মাধ্যমে দেশ বিদেশে খেলোয়াড় ও তার দলের পরিচিতি ঘটায়। বিশেষ করে আমাদের দেশ খেলাধূলার মাধ্যমে বিশ্বের দরবারে সুপরিচিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার অনুশীলন অত্যন্ত জুরুরী। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, সাঁতার কাটা, দৌড়ঝাপ এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যেতে পারে। বিজ্ঞপ্তি