পাগল হয়ে গেছেন লিন্ডসে লোহান : নগ্ন হয়ে রাস্তায় দৌড়
সুরমা টাইমস ডেস্কঃ নেশা ও বোল্ডনেসের জন্য চিরকালই বিতর্কের শীর্ষে থাকেন হলিউডের অভিনেত্রী লিন্সডে লোহান। কিন্তু কিছুদিন আগে তিনি এমন কাণ্ড করেছেন যা একেবারেই হেডলাইন হয়ে গেছে। লোহানকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে নগ্ন হয়ে দৌড়তে দেখা গেল।
বৃটেনের একটি ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, লোহান ওই দোকানের ট্রায়াল রুমে গিয়েছিলেন। এরপর সেখান থেকে জামা বদল করে বেড়োনের বদলে তিনি জামা না পড়েই বে়ড়িয়ে চলে আসেন। নগ্ন অবস্থাতেই তিনি দৌড়াতে সুরু করেন। দৌড়ানের সময় অদ্ভূত ভাবে তিনি হাসছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি পাগল হয়ে গেছেন। লিন্সডে ওই দোকানে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
দোকানের এক কর্মচারী জানিয়েছেন, লোহান নগ্ন অবস্থায় দোকান থেকে বেড়িয়ে গেলে দোকানের কিছু কর্মচারীও তার পিছু নেন। এরপর তারা লিন্সডেকে ধরে ফেলে তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়।