কাজির বাজার ব্রিজের সংযোগ সড়কের দাবীতে এলাকাবাসীর সভা

Kazir Bazar Bridge Photo-7-06-14সুরমা টাইমস ডেস্কঃ নির্মাণাধীন কাজির বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিম দিকে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে নগরীর ২৫, ২৬ নং ওয়ার্ড, বৃহত্তর বরইকান্দি, ধরাধরপুর, মোল্লারগাঁও ইউপি, কামাল বাজার ইউপি এলাকাবাসীর উদ্যোগে গত ৬ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বরইকান্দিস্থ মহসিন আহমদের বাসভবনে এলাকাসমূহের বিশিষ্ট মুরব্বিয়ানদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন এর সভাপতিত্বে এবং এডভোকেট মোঃ খালেদ জুবায়ের এর পরিচালনায় উক্ত সভায় বক্তারা বলেন, নির্মাণাধীন কাজির বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিম দিকে সংযোগ সড়ক নির্মাণের দাবীটি একটি সময়ের দাবী। এলাকার ভবিষ্যৎ প্রজন্মের দায় গুছাতে এবং এলাকা সমূহকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংযোগ সড়কের দাবী আদায় না হওয়া পর্যন্ত যা যা করণীয় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এম.পিকে এলাকা সমূহের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই বিষয়ে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ এর সহিত যোগাযোগ করে মুরব্বীয়ানগণ সহযোগীতার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুল গফফার, আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান, অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী, আফজল আহমদ আপ্তাব, হাজী মতছির আলী, কাউন্সিলর তৌফিক বকস লিপন, এডভোকেট মোঃ আত্তর আলী, মোঃ আকবর আলী, ইসমাইল হোসেন, হাজি আনছার মিয়া, মোঃ লিলু মিয়া, মকসুদ আহমদ মেম্বার, আল হেলাল, মুমিন হোসেন, মহসিন আহমদ, শাহ নেওয়াজ, শিব্বির আহমদ, বাবর আহমদ রনি, মোছাদ্দেক হোসেন মুছা, দিলওয়ার হোসেন রানা, তাজুল ইসলাম তিতুল, সাজন আহমদ, জাহেদ আহমদ, সাজ্জাদুর রহমান, মুছলেউর রহমান বাবলা, কামরুল ইসলাম প্রমুখ।