মান্নান মুহাম্মদের সুর ও সঙ্গীতে আবারও সাজ্জাদ নূর
সুরমা টাইমসঃ নতুন এলবাম নিয়ে আবারও আসছেন সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজ্জাদ নূর। ‘রূপের মাইয়া’-খ্যাত গীতিকার সাজ্জাদ নূর বর্তমানে লন্ডন প্রবাসী। প্রবাস জীবনের আগে তিনি সিলেটের অসংখ্য গানের রচয়িতা ও সুরকার। প্রায় এক যুগের বেশি সময় ধরে সাজ্জাদ নূরের গান সিলেটের মানুষের মুখে মুখে রয়েছে। প্রায় এক বছর পর সাজ্জাদ নূর দেশের অডিও বাজারের এই ক্রান্তিকালে নতুন এলবাম নিয়ে বাজারে আসছেন। তার নতুন এলবামের নাম ‘আমার বন্ধুর মায়া’। সাজ্জাদ নূর জানান, এলবামে মোট ১০ টি গান রয়েছে। এই গানগুলোর গীতিকার বাউল সম্রাট আব্দুল করিম, মাজহারুল ইসলাম জীবন ও তিনি নিজে। সুর ও সঙ্গীতের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা মান্নান মুহাম্মদ। তিনি জানান, ইতিমধ্যে ঢাকায় এলবামটির রেকডিং শেষ হয়েছে। খুব শিগগিরই সেটি বাজারে আসবে। এর আগে সাজ্জাদ নূরের প্রায় ১৫ টি এলবাম বের হয়েছে। প্রতিটি এলবামই সিলেটের মানুষের হৃদয় ছুয়েছে। এবারের এলবাম দীর্ঘ বিরতি দিয়ে তিনি বের করছেন। কাজ করেছেন মনযোগ সহকারে। এই এলবামও সিলেট সহ গোটা দেশের মানুষের মন ছুবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।