এখনই পরিবেশ রক্ষা করা না হলে ধ্বংসাত্বক বিপর্যয় আসবে : বিভাগীয় কমিশনার

DSCF3627 copyবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন, পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ আমাদেরকে সুস্থ্য সুন্দর ভাবে বেঁেচ থাকার শক্তি ও সাহস যুগায়। মানুষের স্বাভাবিক জীবন-যাপনে পরিবেশের বিকল্প আর কিছু নেই। তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসের এবারকার প্রতিপাদ্য বিষয় হল-“ হতে হবে সোচ্ছার সাগরের উচ্চতা বাড়াবোনা আর” এই মর্মকথা যথার্থ উপলদ্ধি করে দেশে দেশে প্রাকৃতিক সম্পদের ও অপরিমিত যথেচ্ছ ব্যবহার বন্ধ এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রীনহাউস গ্যাসের ব্যাপক নির্গমন হ্রাসে বিশ্ব ব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহন করা সবার আগে প্রয়োজন। সময় মতো কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে মানুষের জীবন মৃত্যু ঝুঁকিতে থাকবে
sylhet ralyগতকাল ৫জুন বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরও বলেন, প্রচলিত পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ হয়না বলেই বিরুপ পরিবেশের কারনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখনই পরিবেশ রক্ষা করা না হলে ধ্বংসাত্বক বিপর্যয় আসবে। খাল, বিল, নদী, নালা, হাওর,জলাশয়, পুকুর, পাহাড় ও টিলাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা এখন সময়ের দাবী । অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা দিলওয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান ও সাংবাদিক আফতাব চৌধুরী। অনুষ্টান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি