এম.এ. মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কানাইঘাট উপজেলা ফুটবল টিমের অনুশীলন শুরু

Picture 1কানাইঘাট প্রতিনিধিঃ আগামী ২৮ মে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিতব্য এম এ মহিত আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টেকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যেগে টিম গঠন উপলক্ষ্যে খেলোয়াড় বাসাই ও রেজিষ্টেশন পর্ব শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, ও ক্রীড়াসংস্থার নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম দিনের অনুশীলনে ১০টি টিমে বিভক্ত হয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার তালিকা ভুক্ত শতাধিক ফুটবলার প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উক্ত আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টে কানাইঘাটের টিম যাতে করে ভাল ফলাফল অর্জন করতে পারে সে লক্ষ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত খেলোয়াড়দের রেজিষ্টেশনের মাধ্যমে টুর্ণামেন্ট শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কলেজ মাঠে প্রতিদিন অনুশীলন চলবে। সেরা ফুটবলারদের বাছাই করে টিম গঠনের লক্ষ্যে প্রধান কোচ হিসাবে প্রশিক্ষন শুরু করেছেন বাফুফে অনুমোদিত রেফারি আনোয়ার হোসেন রাজু । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দের মধ্যে মোঃ জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, ক্রীড়া সংগঠক বাবু সুদিপ্ত কুমার চক্রবর্তী , পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার হাজী আব্দুল মালিক, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, রিংকু চক্রবর্তী, সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুর নুর, মীর মুহাম্মদ আব্দুল্লাহ, দুদু মিয়া মেম্বার, ইকবাল আহমদ, আব্দুল মুমিন, কামরুজ্জামান, শামসুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, ফরিদ আহমদ, মাহবুবুর রহমান চুন্নু, হারিছ উদ্দিনসহ উপকমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়া ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানান, খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়েছে। টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জনের জন্য কৃতী ফুটবলারদের বাছাই করে টিম গঠন করা হবে। এ লক্ষ্যে ৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। খেলোয়াড় বাছাইয়ে কোন স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হবে না। উল্লেখ্য যে এম.এ মুহিত আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট সিলেট জেলা স্টেডিয়ামের ২৮ মে শুরু হবে আগামী ৩জুন কানাইঘাট উপজেলা ফুটবল টিম ফেঞ্জুগঞ্জ ও ৭জুন গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টিমের মুখোমুখি হবে।