উড়ন্ত বিমানে যৌনমিলনের সময় হাতেনাতে আটক ব্রিটিশ তরুণী
সুরমা টাইমস ডেস্কঃ চলন্ত বিমানের টয়লেটে যৌনসংসর্গ করতে গিয়ে ধরা পড়লেন এক ব্রিটিশ তরুণী। ডেলি মেল ডট কম-এ প্রকাশিত সংবাদ অনুযায়ী, বাবা-মার সঙ্গে বিমানে ছিলেন ২০বছরের ওই তরুণী। হঠাত্ করেই বেপাত্তা হয়ে যান তিনি। পরে তাঁকে একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় টয়লেটে খুঁজে পাওয়া যায়।
টয়লেটের ভেতর থেকে জোর আওয়াজ পেয়ে ভার্জিনঅ্যাটলান্টিক এয়ারলাইন্সের বিমান কর্মীরা টয়লেটের দরজা ভেঙে ফেলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। লন্ডন থেকে লাস ভেগায় যাচ্ছিল বিমানটি। তরুণীকে জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেয় আমেরিকার পুলিশ।