দিরাইয়ে কথা কাটাকাটি নিয়ে নিহত ১ : আটক ৩ মোটরসাইলে আগুন : ভাংচুর

Jsd nihotopic-27-04-14জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ১ ব্যাক্তি খুন হন। জানা যায়, দিরাই পৌরসভার বাসস্ট্যাণ্ডে আজ সকাল ৯টার দিকে দু’জনের কথা কাটাকাটি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের ফুল কুমার দাসের ছেলে নারায়ণ চন্দ্র দাসের (২৪) সাথে পৌর শহরের চণ্ডিপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে আতিক ইঞ্জিরিয়ারিংয়ের স্বত্ত্বাধিকারী সাহিদ মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে নারায়নের হাতে থাকা টায়ার কাটার যন্ত্র দিয়ে সাহিদ মিয়াকে আঘাত করে, তার আর্তচিৎকারে শুনে প্রত্যক্ষদর্শী কয়েকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সে মারা যায়। স্থানীয় লোকজন নারায়ণকে আটক করে পলিশকে খবর দিলে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারায়ন চন্দ্র দাস (২২), রুবেল মিয়া (২৫), ঝিনিক দাস (১৭) নামের তিন জনকে নিয়ে আসে। পরে চণ্ডিপুর গ্রামের বিক্ষুদ্ধ জনতা বাসস্ট্যাণ্ডে একটি মোটর সাইকেল আগুন পুড়িয়ে দেয়। নিহত সাহিদ মিয়ার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে, এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রস্তুতি চলছে।