সিলেটে আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্য অস্ত্রসহ আটক

dakatওসমানীনগর প্রতিনিধিঃ ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শনিবার রাত দেড়টায় ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র‌্যাব জানায়- সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতদের ধরতে র‌্যাব তৎপর হয়ে ওঠে। শনিবার রাতে র‌্যাব খবর পায় সিলেটের ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার কাছে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করা হয়।
আটককৃত আন্ত:জেলা ডাকাত দলেরর সদস্যরা হলো- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আবিসপুর গ্রামের সমর উদ্দিনের ছেলে সঞ্জব আলী (৪৫), হবিগঞ্জ সদরের ওছাইল গ্রামের ওলিউল্ল্যাহর ছেলে আমির উল্ল্যাহ (৩২), একই গ্রামের মৃত ওছিয়ত উল্লার ছেলে ওহাদ উল্লাহ (৪৮), চাইনগাঁও এর লতিফ উল্লাহর ছেলে অহিদ মিয়া (৩৫), চুনারুঘাট উপজেলার উত্তর পাশেরগাঁও’র আবদুন নূরের ছেলে আবদুল মোকাদ্দিছ (৩৫), একই উপজেলার রমাপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে ইসমাইল (৩০), বাহুবল উপজেলার মীরপুর গ্রামের মৃত এরশাদ উল্লাহর ছেলে শফিক আহম্মেদ (২২), হবিগঞ্জ সদরের ওসাইল গ্রামের করিম মিয়ার ছেলে সুমন আহম্মদ (২৩), চারিগাঁও’র মফিজ মিয়ার ছেলে বকুল মিয়া (২১), বাহুবল উপজেলার অলিপুর গ্রামের মোখলছ মেম্বারের ছেলে আল মামুন ইয়ামিন (২৪) ও একই গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে আবদুল হাই (২৩) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের নূর মিয়ার ছেলে সোহেল মিয়া (২২)। তাদের কাছ থেকে ৩টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ৪টি লোহার তৈরি পাঞ্জা, ২টি রামদা, ৭টি ছোরা ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়।