সামাজিক সংগঠন স্বাধীন ধারা সিলেটের ৬ষ্ঠ বর্ষে পদার্পন

VLUU L100, M100  / Samsung L100, M100মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সংগঠন স্বাধীন ধারা সিলেটের ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে গত বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুমিন লাহিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ই. ইউ. শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক সংগঠনগুলো জনগণের কাছাকাছি গিয়ে তাদের জন্য কিছু করতে হবে, তখন মানুষ অনেক দিন স্মরন রাখবে। সামাজিক সংগঠনকে বেশি করে এগিয়ে যেতে হলে সীমাবদ্ধতার মধ্যে থাকলে চলবে না, বিভিন্ন শ্রেণীর মানুষকে সাথে নিয়ে তাদের কার্যক্রম আরো ত্বরান্বিত করে সামনের দিকে অগ্রসর হতে হবে।” অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এবং সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিলেট সংলাপের সাংবাদিক মুকিত তুহিন, মনজলাল ইসলামী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক রাহী, সাংগঠনিক সম্পাদক এম.এ. তারেক, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল খান, সাংস্কৃতিক সম্পাদক আলয় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আলী রিয়াদ, নওশাদ আহমদ, শাহীন আহমদ, সাব্বির চৌধুরী, ইমরান হোসেন, শিব্বির আহমদ আনোয়ার, পাপ্পু চৌধুরী, তামিম আহমদ, সুমন আহমদ, পারভেজ হাসান সহ অন্যান্যরা।  বিজ্ঞপ্তি