এমসি কলেজে খাত-বন্টন না দেখিয়ে টাকা আদায়

sylhet MC Collegeসুরমা টাইমস রিপোর্টঃ এমসি কলেজের ২০০৯-১০ইং শিক্ষাবর্ষে অধ্যয়নরত ২০১২ সালের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ কার্যক্রম গত বুধবার থেকে শুরু হয়েছে।কলেজ সুত্রে জানা যায়, ফরম পূরণ কার্যক্রমে সরকারী নিয়ম-নীতি তথা খাত ভিত্তিক টাকার অংক না দেখিয়ে মোট প্রদেয় টাকার অংক উল্লেখ করে কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। সরকারী প্রতিষ্ঠানের অর্থ আদায়ের ক্ষেত্রে সরকারের রয়েছে সুস্পষ্ট বিধান ও পরিপত্র। যে বিধান ও পরিপত্রে কোন খাতে কত টাকা নেওয়া যাবে তার সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। কিন্তু এমসি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থী থেকে কোন খাতে কত টাকা আদায় করছে তা কোথাও উল্লেখ করেন নাই বলে ফরম পূরণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন। অনার্স ৩য় বর্ষের ছাত্র দেলোয়ার বলেন, কলেজ কর্তৃপক্ষ খ্যাত ভিত্তিক টাকার অংক উল্লেখ না করায় মনে হচ্ছে এখানে আর্থিক অনিয়ম বিরাজমান। কেননা গত সপ্তাহে মাস্টার্স শেষ পর্বের আইসিটি ফরম পূরণ কার্যক্রমে অবৈধ বেতন ও ফি বাবদ বিশাল অংকের টাকা আদায় করতে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা কলেজ কর্তৃপক্ষ প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। তাই এখন খাতভিত্তিক টাকার অংক উল্লেখ করলে আর্থিক অনিয়ম ধরা পড়ে কিনা তার রহস্যা বৃত। কলেজের শিক্ষার্থীরা আরোও অভিযোগ করেন, ইনকোর্স পরীক্ষার ফি বাবদ কোর্স প্রতি ২৫টাকার কথা কলেজ কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে উল্লেখ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত কোন পরিপত্র নোটিশ বোর্ডে দেওয়া হয়নি। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে এসেছিল আমার সাথে কথা বলার জন্য। আমি তাদেরকে বলেছি, তাদের বিভাগীয় প্রধানের কাছ থেকে জানার জন্য। এছাড়া নোটিশ বোর্ডে পরিপত্র দেওয়া হয়নি কেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে ফোন দেওয়ার জন্য।