ছাতকের সঞ্জয় করের জাতীয় সাহিত্য পদক লাভ

Sanjay Karলেখক, ছাড়কার সঞ্জয় কর জাতীয় সাহিত্য পদক লাভ করেছেন। গত ১৫ জুন ঢাকা জাতীয় গ্রন্থ কেন্দ্র মিলনায়তনে কাব্য কথা সাহিত্য পরিষদ আয়োজিত জাতীয় সাহিত্য উৎসবে তাকে এ পদকে ভূষিত করা হয়। জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য শিশু সাহিত্যিক আসলাম সানি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য উৎসবের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেল মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক (এমপি)’র হাত থেকে সঞ্জয় কর এ সাহিত্য পদক গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম কবি অসীম সাহা, কবি নুরুল হুদা, কবি কাজী রুজি এমপি, কবি নাসের মাহমুদ, কবি রহিম শাহ্ ,কবি রাজু আলীম প্রমুখ।
উল্লেখ্য যে, তিনি ছাতক পৌরসভার বাগবাড়ী গ্রমের অধিবাসী । পিতা স্বদেশ কর ও মাতা কল্পনা করের একমাত্র ছেলে সঞ্জয় কর ২০১৩ সালের ৬ই মে স্কুল শিক্ষিকা মিনা মল্লিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি এক পুত্র সন্তানের জনক । তিনি ১৯৯৫ সাল থেকে নিজেকে সাহিত্য চর্চায় নিয়োজিত করেন। পেশায় শিক্ষক সঞ্জয় কর লেখালেখির পাশাপাশি উপজেলা শিল্পকলা একাডেমী, কনকচাঁপা খেলাঘর আসর, প্রবাহ নাট্য ও সাংস্কৃতিক ফোরাম, সপ্তক সংগীত বিদ্যালয়, বাংলাদেশ কবি সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত। তিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোট কাগজ ‘‘জননী’’ এর সম্পাদক। শীঘ্রই তার একটি ছড়া গ্রন্থ প্রকাশিত হবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি